সাতক্ষীরার দেবহাটার কিছু খবর

দেবহাটায় ডিজিটাল মেলা ও রুপসী ম্যানগ্রোভ পরিদর্শন করলেন ডিসি

সাতক্ষীরার দেবহাটা উপজেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় রবিবার বিকাল ৪ টায় উপজেলাস্থ শহীদ মিনার সম্মুখে উপজেলা ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০১৫ আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সাতক্ষীরা জেলা প্রশাসক নাজমুল আহসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত মেলার উদ্বোধন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারুক আহম্মেদেও সভাপতিত্বে অনুষ্ঠিত মেলায় বিশেষ অতিথি ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গনি ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুজিবর রহমান। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব কুমার দাশের সঞ্চালনায় অনুষ্ঠিত মেলায় বিভিন্ন সরকারী কর্মকর্তা, সাংবাদিক ও এনজিও প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। পরে জেলা প্রশাসক দেবহাটা উপজেলার সাবেক চেয়ারম্যান এডঃ গোলাম মোস্তফা ও সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা আনম তরিকুল ইসলামের ব্যবস্থাপনায় ইছামতি নদীর পাশে সুন্দরবনের আদলে গড়ে তোলা “রুপসী ম্যানগ্রোভ দেবহাটা পর্যটন কেন্দ্র” পরিদর্শন করেন। এসময় জেলা প্রশাসকের সাথে সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক মুনসুর আহমেদ, দেবহাটা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গনি, সাবেক উপজেলা চেয়ারম্যান এডঃ গোলাম মোস্তফা, উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারুক আহম্মেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুব আলম খোকন, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভিন, উপজেলা হিসাবরক্ষন কর্মকর্তা আব্দুস সামাদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন, দেবহাটা প্রেসক্লাবের সদস্য সচিব আর.কে.বাপ্পা, সাংবাদিক জি.এম আব্বাসউদ্দীন সহ প্রশাসনের কমৃকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় প্রধান অতিথি “রুপসী ম্যানগ্রোভ দেবহাটা পর্যটন কেন্দ্র” টিকে আরো সুন্দরভাবে গড়ে তুলতে প্রয়োজনীয় সবকিছু করার আশ্বাস প্রদান করেন। পরে অতিথিবৃন্দ উক্ত স্থানে সাংষ্কৃতিক অনুষ্ঠান প্রত্যক্ষ করেন।

Debhata Pic 30-03-2015কামটা ফকির ঠাকুর মন্দির কমিটির আয়োজনে বাসন্তী পূজা অনুষ্ঠিত
দেবহাটার কামটা পাঠবাড়ি ফকির ঠাকুর মন্দির কমিটির আয়োজনে প্রতি বছরের ন্যায় এবছরও ৫দিন ব্যাপী বাসন্তী পূজার আয়োজন করা হয়। গত বুধবার থেকে শুরু হওয়া চৈত্র মাসের বাসন্তী পূজার সমাপনী অনুষ্ঠান সোমবার অনুষ্ঠিত হয়েছে। কামটা পাঠবাড়ি ফকির ঠাকুর মন্দির কমিটি বাসন্তী পূজার আয়োজন করে। জামজমকপূর্নভাবে আয়োজিত উক্ত পূজা অনুষ্ঠানে বিভিন্ন এলাকার সনাতন ধর্মাবলম্বী মানুষদের উপস্থিতিতে পূজা উৎসব অনুষ্ঠিত হয়। গতকাল অনুষ্ঠিত পূজার শেষ আরতি অনুষ্ঠানের সময় উক্ত মন্দির কমিটির সভাপতি কার্তিক চক্রবর্তী, সহ-সভাপতি অজয় চক্রবর্তী জগো, সহ-সভাপতি ইউপি সদস্য নির্মল কুমার মন্ডল, সাধারন সম্পাদক জয়ন্ত কুমার মন্ডল, সমাজসেবক কৌশিক সেনগুপ্ত, তপন সেনগুপ্ত, বিশ্বনাথ বিশ্বাস, সুধীর কর্মকার, জুগোল পাল, দেবাশীষ পাল, ভজোহরি দাস, গোপাল দাস ও অমল দাস সহ মন্দির কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় নেতৃবৃন্দ পূজায় আগত সকল শ্রেনী পেশার মানুষকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।



মন্তব্য চালু নেই