দেখে নিন হিউজের আহত হওয়ার ভিডিওটি
সিডনি ক্রিকেট গ্রাউন্ডে অস্ট্রেলিয়ান শেফিল্ড শিল্ডের খেলায় আহত হন শেন ওয়াটসন-মাইকেল ক্লার্কদের এ সতীর্থ ফিলিপ হিউজ। গত মঙ্গলবার দক্ষিণ অস্ট্রেলিয়া ও নিউ সাউথ ওয়েলসের ঘরোয়া ম্যাচে খেলার সময় মাথায় চোট পান হিউজ। বিপক্ষের বোলার সিন অ্যাবট একটি বাউন্সার দেন। মুখ ঘুরিয়ে নিয়েছিলেন তিনি। কিন্তু হেলমেটের ওপর দিয়েই ১৪০ কিলোমিটার গতিতে বলটি লাগে কানের পাশে। হিউজ পড়ে যান পিচের ওপর। জ্ঞান হারান। তারপর থেকেই তিনি অচেতন ছিলেন। তাকে সিডনির সেন্ট ভিনসেন্ট হাসপাতালে ভর্তি করা হয়েছিল। অপারেশন করেও কোনো লাভ হলো না।
https://www.youtube.com/watch?feature=player_embedded&v=tfF2U_Z-GpE
কোমায় চলে যাওয়ার ৪৮ ঘণ্টার কাছাকাছি সময়েই না ফেরার জগতে চলে গেলেন এ প্রতিভাবান তরুণ।
প্রসঙ্গত, অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলশে জন্মগ্রহণ করেন হিউজ। যিনি ২০০৯ সাল থেকে অস্ট্রেলিয়ার হয়ে ২৬টি টেস্ট খেলেছেন। আর ২০১৩ সালে ওয়ানডে ক্রিকেটে অভিষিক্ত হওয়ার পর এখন পর্যন্ত ২৫ ওয়ানডে খেলা হয়েছে বাঁহাতি অস্ট্রেলিয়ান ওপেনারের।
https://www.youtube.com/watch?feature=player_embedded&v=Jh6KBkOemfs
মন্তব্য চালু নেই