দেখুন ভিডিওতে- নদীতে বেলাইন তেলবাহী ট্রেন, বিধ্বংসী আগুন।

বেলাইন ১০০টি অপরিশোধিত তেলবাহী ট্যাঙ্কারসুদ্ধ ট্রেন। ঘটনাটি ঘটেছে পশ্চিম ভার্জিনিয়ার দক্ষিণাঞ্চলে। একটি ট্যাঙ্কার কানাওয়াহা নদীর জলে পড়ে যায়। আগুন লেগে যায় ১৪টি ট্যাঙ্কারে। তবে এই ঘটায় এক ব্যক্তির শ্বাসকষ্টজনিত সমস্যা ছাড়া হতাহতের আর কোনও খবর নেই। সাবধানতার জন্য সংলগ্ন এলাকাগুলি খালি করে দিয়েছে প্রশাসন। এই অঞ্চলে তুষারঝড়ের সতর্কতা জারি ছিল। ট্রেন দুর্ঘটনার সঙ্গে অতিরিক্ত তুষারপাতের কোনও সম্পর্ক আছে কিনা খতিয়ে দেখছে প্রশাসন।



মন্তব্য চালু নেই