দেখুন অভিনব পদ্ধতিতে লোক ঠকিয়ে ভিক্ষা, ভিক্ষুক থেকে কোটিপতি! (ভিডিও)

রাজু রাজধানীর রাজ পথে হাটুতে ভরদিয়ে বিকলঙ্গের মত হাটাচলা করে। আবার কখনও তাকে দেখা যায় ঘারের উপর পা দিয়ে পথচারীর কাছে পৌঁছতে। সাধারণ মানুষের সহানুভূতিই তার প্রধান লক্ষ্য। আর এসব কিছুই কেবলমাত্র তার লোক ঠকানোর উপায়। রাজু রাজধানীর রাজ পথে এভাবে বিভিন্ন উপায়ে লোক ঠকিয়ে ভিক্ষাকরে বেড়ায়।

রাজুর মুখেই শোনা যায় সে কিভাবে এসব লোক ঠকানোর উপায় শিখেছে। সে চিকিৎসার জন্য ইন্ডিয়া গিয়েছিল, আর সেখান থেকেই এসব লোকঠকানোর উপায় শিখেছে। শুধুমাত্র বাংলাদেশে নয়, ইন্ডিয়াতেও এভাবে লোকঠকিয়ে ভিক্ষাকরে বেড়ায় সে। ইন্ডিয়াতে প্রতিবন্ধী তালিকাতেও তার নাম রয়েছে এবং এভাবে ছলোনা করে সে প্রতিবন্ধী ভাতা আদায় করে।

chea

ইন্ডিয়ার কলিকাতা, মাদ্রাজ, বেঙ্গালোরু, নিউদিল্লী, বোম্বে শহরসহ বিভিন্ন শহর এর রাস্তাঘাট, হাওড়া রেলওয়ে স্টেশন সহ অন্যান্য স্টেশনএও লোকঠকিয়ে ভিক্ষাকরে বেড়ায় সে। এভাবে লোকঠকিয়ে ভিক্ষাকরে সে মাসিক প্রায় ৪০-৫০ হাজার টাকা আয় করে।

chea1

ভিডিও:

https://youtu.be/u4-L4mDHluA



মন্তব্য চালু নেই