দুর্নীতি অবিচারের জন্ম দেয় : প্রধান বিচারপতি

দুর্নীতির বিরুদ্ধে আমার অবস্থান স্পষ্ট ও দৃঢ়। দুর্নীতির ব্যাপারে কোনো প্রকার শৈথিল্য গ্রহণ করা হবে না। দুর্নীতি অবিচারের জন্ম দেয়। আর এক স্থানে অবিচার সর্বত্র সুবিচারের জন্য হুমকি বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন।

তিনি বলেছেন, বিচারকদের বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা অভিযোগ আমি কখনো আমলে নেব না। কিন্তু দুর্নীতির প্রতিটি যুক্তিগ্রাহ্য অভিযোগকে আমি আমলে নেব এবং উপযুক্ত একজন বিচারক অভিযোগটি তদন্ত করবে।

দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট বিচারক বা আদালত কর্মচারীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে মঙ্গলবার দেশের সব জেলা জজ, জেলা জজ পদমর্যাদার বিচারক ও বিচার বিভাগীয় কর্মকর্তা এবং চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটদের উদ্দেশে দেয়া অভিভাষণে তিনি এসব কথা বলেন।

প্রধান বিচারপতি বলেন, বিচার বিভাগে দুর্নীতির কোনো স্থান নেই।

উপস্থিত জুডিশিয়াল কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রধান বিচারপতি বলেন, আমি সবাইকে নতুন ও কার্যকর দুর্নীতি প্রতিরোধমূলক কার্যক্রম গ্রহণ করার নির্দেশ দিচ্ছি।

আদালত কর্মচারীদের বিরুদ্ধে আনীত দুর্নীতির প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে আমলে নিয়ে ঊর্ধ্বর্ধতন কর্তৃপক্ষের গোচরে আনতে হবে বলেও উল্লেখ করেন প্রধান বিচারপতি।



মন্তব্য চালু নেই