দুর্গাপুরে বুদ্ধিজীবি দিবস পালিত

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা প্রশাসন এর আয়োজনে বুধবার যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে বেলা ১২টায় বিরিশিরি বধ্যভূমি স্মৃতিস্তম্ভে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুস্পস্তবক অর্পন শেষে স্মৃতিস্তম্ভ প্রাঙ্গনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মামুনুর রশীদ এর সভপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এমদাদুল হক খাঁন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আলাউদ্দিন আল আজাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার, মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব রুহুল আমীন চুন্নু, ডেপুটি কমান্ডার সোহরাব হোসেন তালুকদার, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ্ হক প্রমূখ। আলোচনা শেষে শহীদ পরিবারের সদস্যদের সর্ম্বধনা দেওয়া হয়।

If you wish to write

The websites also give out affordable-papers.net help to help students write a perfect thesis and make their paper persuasive and impressive.

a cheap informative article, then the very first thing that you should do is to hunt the internet for free samples and tips.



মন্তব্য চালু নেই