দুর্গাপুরে প্রাণী সম্পদ সেবা সপ্তাহ উদযাপন

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনা জেলার দুর্গাপুরে শনিবার উপজেলা প্রাণী সম্পদ দপ্তর এর আয়োজনে প্রাণী সম্পদ সেবা সপ্তাহ-২০১৭ উদযাপন করা হয়।

এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর হতে এক বর্ণাঢ্য শোভাযাত্রা পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মামুনুর রশীদ এর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে আলোচনা করেন, উপজেলা ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার, পৌর মেয়র হাজী মোঃ আঃ সালাম, উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন আল আজাদ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ ছানোয়ার হোসেন, ইউপি চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম শফিক প্রমুখ। বক্তারা বলেন, মৎস শিল্প দেশের অন্যান্য আয়ের চেয়েও কম নয়, গ্রামের পতিত জমি গুলোতে যদি পরিকল্পিত ভাবে মৎস চাষ করা যায়, তাহলে দেশের বেকার সমস্যা থেকে শুরু করে সকল সমস্যাই সমাধান করা সম্ভব।



মন্তব্য চালু নেই