দুর্গাপুরে জাতীয় সঙ্গীত প্রশিক্ষণ কর্মশালা
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে জেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে বৃহস্পতিবার থেকে ৩দিন ব্যাপী জাতীয় সঙ্গীত ও বাংলা সঙ্গীত শিক্ষণ কর্মশালা মাতৃজাগরনী উচ্চ বিদ্যালয়ের মধ্য দিয়ে শুরু হয়েছে।
দুর্গাপুর উপজেলা শিল্পকলা একাডেমীর সহযোগিতায় উপজেলার ৮টি মাধ্যমিক স্কুলের ছেলে-মেয়েদের মধ্যে এ প্রশিক্ষণ প্রদান করা হবে। মাতৃজাগরনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মি. পল্টন হাজং এর সভাপতিত্বে কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিল্পকলা একাডেমীর সঙ্গীত প্রশিক্ষক তোবারক হোসেন খোকন, অন্যান্যদের মধ্যে আলোচনায় করেন যুগান্তর স্বজন সমাবেশ উপজেলা সভাপতি ও সাংস্কৃতিক ব্যাক্তিত্ব জনাব আলী আসগর, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, ডাঃ কামরুল ইসলাম, নাট্য ব্যাক্তিত্ব মি. সুমল রায় প্রমুখ।
বক্তারা বলেন, সৃজনশীল বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাংলাদেশ সরকার প্রতিটি উপজেলায় শিল্পকলা একাডেমীর শাখা চালু করেছেন, যেখানে সঙ্গীত, নৃত্য ও সাহিত্য বিষয়ে ৪বছরের কোর্স চালু রয়েছে। উপস্থিত ছাত্রীদের সে কোর্সে ভর্তি হয়ে নিজেদের সাংস্কৃতিক মনা হিসেবে গড়ে তোলার আহবান জানান।
মন্তব্য চালু নেই