দুদকে বোমা আতঙ্ক !

বিএনপিসহ ২০ দলীয় জোটের ডাকা অবরোধের অষ্টম দিনে দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

রাজধানী ঢাকায় দুদকের প্রধান কার্যালয়ের মূল ফটক ও প্রতিটি প্রবেশদ্বারে নিরাপত্তাকর্মীরা সতর্ক অবস্থানে রয়েছেন। বিভিন্ন তলায় মেটাল ডিটেক্টর যন্ত্রসহ কর্মীদের দায়িত্ব পালন করতে দেখা গেছে।

এ বিষয়ে দুদক চেয়ারম্যান মো. বদিউজ্জামান বলেন, ‘উচ্চ আদালতে বোমা পাওয়ার পর আমাদের মনে হয়েছে নিরাপত্তা জোরদার করা উচিত। সে লক্ষ্যেই মঙ্গলবার সকাল থেকে অতিরিক্ত নিরাপত্তাকর্মী নিয়োজিত করা হয়েছে।’

প্রসঙ্গত, ১১ জানুয়ারি হাইকোর্টের পৃথক দুটি বেঞ্চের এজলাসকক্ষে বইয়ের ভেতরে তিনটি টাইম বোমা পাওয়া যায়।

এর আগে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দুদকের দায়ের করা দুর্নীতির মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হলে ২০১৩ সালে ৩০ মে হরতাল চলাকালে দুদকের প্রধান কার্যালয় কম্পাউন্ডের ভেতর মিডিয়া সেন্টারের সামনে পর পর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।



মন্তব্য চালু নেই