দুজনকে চাপা দিয়ে পালাতে গিয়ে বাসচাপায় নিহত ৩৪
হাইতিতে বাস চাপায় কমপক্ষে ৩৪ জনের মৃত্যু হয়েছে। গোনাইভেস শহরের ব্যস্ত রাস্তায় ভিড়ের মধ্যে বাস ঢুকে পড়ায় ওই দুর্ঘটনা ঘটেছে। খবর বিবিসির।
প্রথমে দুজন পথচারীকে চাপা দেয় বাসটি। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। পরে পালিয়ে যাবার সময় ভিড়ের মধ্যে ঢুকে পড়ায় আরো ৩২ জন চাপা পড়ে নিহত হয়েছেন।
গোনাইভেস শহর রাজধানী থেকে ১৫০ কিলোমিটার উত্তরে অবস্থিত। রোববারের ওই দুর্ঘটনায় আরো বেশ কয়েকজন আহত হয়েছে। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় লোকজন বাসটিতে আগুন লাগানোর চেষ্টা করে। দুর্ঘটনার সময় বাসটির মধ্যে বেশ কয়েজন যাত্রী ছিল।
মন্তব্য চালু নেই