দুই শিশু হত্যা : মামলা ডিবিতে হস্তান্তর

রামপুরার বনশ্রীতে শিশু অরনী ও আলভী হত্যাকাণ্ড তদন্তের দায়ভার মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সোমবার সকালে আনুষ্ঠানিকভাবে এই মামলার গুরুত্বপূর্ণ নথিপত্রসহ সবকিছু হস্তান্তর করে রামপুরা থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার (মিডিয়া) মো. মারুফ হোসেন সরদার।

প্রসঙ্গত, গত সোমবার রাজধানীর রামপুরার বনশ্রীর একটি বাড়িতে চাইনিজ খাবার খেয়ে দুই শিশুর মৃত্যুর ঘটনা ঘটে। পরে ময়নাতদন্তে শ্বাসরোধ করে হত্যার চিহ্ন পাওয়া যায়। ঘটনার দুদিন পর শিশুর মা মাহফুজা হত্যাকাণ্ডের দায় স্বীকার করেন।



মন্তব্য চালু নেই