দীর্ঘ ন’বছর পর সেপ্টেম্বরের শেষ সপ্তাহে মার্কিন সফরে যাচ্ছেন মোদি

দিলীপ মজুমদার (কলকাতা): দীর্ঘ ন’বছর পর সম্পর্কের উন্নতি৷ সেপ্টেম্বরের শেষ সপ্তাহে মার্কিন সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ রাষ্ট্রপুঞ্জের বৈঠকে যোগ দিতে তাঁর এই মার্কিন সফর৷ ওয়াশিংটনে গিয়ে বারাক ওবামার সঙ্গেও দেখা করবেন নরেন্দ্র মোদি৷ সেই বৈঠকে ভারত-আমেরিকা দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা হতে পারে৷ প্রধানমন্ত্রী হওয়ার পর মোদিকে শুভেচ্ছাও জানিয়েছিলেন ওবামা৷ এবার আমেরিকা সফরে গিয়ে ওবামার সঙ্গে বৈঠক করতে চান প্রধানমন্ত্রী৷ গুজরাত হিংসায় কার্যকর পদক্ষেপ না নেওয়ার অভিযোগে ২০০৫ সালে মোদির ভিসা বাতিল করে যুক্তরাষ্ট্র৷ পরে প্রধানমন্ত্রী হওয়ার পর সেই সিদ্ধান্ত বদলায় আমেরিকা৷



মন্তব্য চালু নেই