দীর্ঘদিন পর আজ হাসিমুখে কথা বললেন খাদিজা

ছাত্রলীগের এক নেতার চাপাতির আঘাতে গুরুতর আহত সিলেট সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী খাদিজা আক্তার নার্গিস দীর্ঘদিন পর আজ হাসিমুখে কথা বলেছেন।

শনিবার দুপর ১২টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে এক সংবাদ সম্মেলনে উপস্থিত হন খাদিজা। এসময় তিনি হাসিমুখে হাত নাড়িয়েছেন। সংবাদ সম্মেলনে কথাও বলেছেন।

সংবাদ সম্মেলনে খাদিজার বর্তমান শারীরিক অবস্থা জানান স্কয়ার হাসপাতালের মেডিসিন অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ার বিভাগের সহযোগী পরিচালক ডা. মির্জা নাজিম উদ্দিন।

উল্লেখ্য, গত ৩ অক্টোবর সিলেটের এমসি কলেজে বিএ (পাস) পরীক্ষা শেষে বাড়ি ফেরার সময় হামলার শিকার হন খাদিজা। এঘটনায় হামলাকারী বদরুলকে গণপিটুনি দিয়ে পুলিশের সোপর্দ করে জনতা। গুরুতর আহত খাদিজা এতদিন ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।



মন্তব্য চালু নেই