দিল্লির মুখ্যমন্ত্রীকে আবারও জুতা নিক্ষেপ

ভারতের দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আবারও জুতা নিক্ষেপের শিকার হলেন। শনিবার এক সংবাদ সম্মেলনে দিল্লির সড়কে যাজজট নিরসনে দ্বিতীয় দফার ওড-ইভেন প্লান (জোড়-বিজোড় পরিকল্পনা) নিয়ে কথা বলার সময় বিক্ষুব্ধ এক ব্যক্তি তার দিকে জুতা ছুঁড়ে মারেন।

টাইমস অব ইন্ডিয়া অনলাইনের এক খবরে শনিবার এ তথ্য জানানো হয়েছে।

নিক্ষিপ্ত জুতা কেজরিওয়াল পর্যন্ত পৌঁছানোর আগেই মঞ্চে থাকা আম আদমি পার্টির (এএপি) এক সমর্থক তা ধরে ফেলেন। এ নিয়ে হঠাৎ বিশৃঙ্খলার সৃষ্টি হয় সেখানে।

জুতা নিক্ষেপকারীকে আটক করা হয়েছে। তার নাম বেদ প্রকাশ। নিজেকে এএপি থেকে বের হয়ে যাওয়া বিদ্রোহীদের সংগঠন আম আদমি সেনা নামের সংগঠনের সদস্য বলে দাবি করেন বেদ প্রকাশ। দুর্নীতি ইস্যু নিয়ে তিনি চিৎকার করছিলেন।

কয়েক মাস আগে আম আদমি সেনার এক নারী সদস্য কেজরিওয়ালকে কালি ছুঁড়ে মেরেছিলেন। প্রথম দফার ওড-ইভেন কর্মসূচি সফল হওয়ায় জনগণকে ধন্যবাদ জানাতে আয়োজিত এএপির অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

কংগ্রেসের নেতা পিসি চাকো জুতা নিক্ষেপের ঘটনার জন্য কেজরিওয়ালের ‘কর্তৃত্ববাদী আচরণ’-কে দায়ী করেছেন। চাকো বলেন, ওড-ইভেন প্লান নিয়ে কোনো দলের সঙ্গে কাজ করছেন না কেজরিওয়াল। তবে অপ্রীতিকর ঘটনার জন্য নিন্দা জানান চাকো।



মন্তব্য চালু নেই