দিল্লিতে বিদেশিনীকে গণধর্ষণ, গ্রেফতার দুই
দিলীপ মজুমদার (কলকাতা): ভারতের রাজধানী দিল্লিতে ফের গণধর্ষণ। এবার এক বিদেশী নাগরিককে গণধর্ষণের অভিযোগে দুজনকে গ্রেফতার করল পুলিশ। শুধু গণধর্ষণই নয়, উগান্ডার নাগরিক ওই মহিলার টাকা ও মোবাইলও কেড়ে নেয় দুষ্কৃতীরা। গত শুক্রবার রাতে ওই মহিলা পশ্চিম দিল্লির জনকপুরী ডিস্ট্রিক সেন্টারে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন।
ওই মহিলা অভিযোগ করেছেন, শুক্রবার রাতে তিনি জনকপুরী ডিস্ট্রিক সেন্টারে এসেছিলেন এক বন্ধুর সঙ্গে দেখা করতে। কিন্তু দাবরি এলাকায় ফিরে আসার সময় দুজন তাঁকে গাড়িতে নিয়ে যাওয়ার প্রস্তাব দেয়। তিনি তা অস্বীকার করলে দুষ্কৃতীরা তাঁকে জোর করে গাড়িতে তুলে একটি বাড়িতে নিয়ে গিয়ে একের পর একজন ধর্ষণ করে। পরে তাঁকে দ্বারকায় রাস্তার পাশে ফেলে দিয়ে যায়। দুষ্কৃতীরা তাঁর টাকা ও মোবাইলও নিয়ে পালায় বলে ওই মহিলার অভিযোগ।
মেডিক্যাল পরীক্ষায় ওই মহিলার ধর্ষণের প্রমাণ পাওয়া গিয়েছে। পুলিশ দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে।
মন্তব্য চালু নেই