দাড়ি রাখা নিষিদ্ধ তুরস্কের ক্লাব ফুটবলারদের
দাড়ি রাখা নিষিদ্ধ করা হয়েছে তুরস্কের একটি ফুটবল ক্লাবের খেলোয়াড়দের। ক্লাবটির সভাপতির অভিযোগ, দাড়ি রাখলে খেলোয়াড়দের ইমাম-খতিবদের স্কুলের ছাত্রদের মতো লাগে।
তুরস্কের জেনস্লেরবিরলিগরি ক্লাবের সভাপতি ইলহান কাভকাভ দোগান সংবাদ সংস্থাকে দেয়া এক সাক্ষাৎকারে জানান, ফুটবল বিশ্বে দাড়ি রাখা ফুটবলারদের সংখ্যা বাড়ার নেতিবাচক প্রভাব তার ২৩ বছর বয়সী নাতির ওপরও পড়েছে।
সাথে সাথে দাড়ি রাখা নিরুৎসাহিত করতে ইলহান কাভকাভ ৮০ বছর বয়সেও প্রতিদিন দাড়ি কমানোর অভ্যাসের বিষয়টি উল্লেখ করেন।
এমনকি পুরো দেশেই ফুটবলারদের মধ্যে দাড়ি রাখা নিষিদ্ধ করার পরামর্শ দিয়ে বিষয়টি নিয়ে কাভকাভ তুরস্কের ফুটবল ফেডারেশনের (টিএফএফ) প্রধানের সঙ্গেও কথা বলেন। তবে টিএফএফ প্রধান কাভকাভকে জানান, উয়েফায় এমন কোনো নিয়ম নেই বলে তিনি এটা করতে পারেন না।
মন্তব্য চালু নেই