দাড়িওয়ালারাই নিরাপদ বেশি

দাড়ি কামানোর তুলনায় রাখাটাই অধিক স্বাস্থ্যসম্মত। কারণ, চেহারায় থাকা দাড়িতে যে ব্যাক্টেরিয়া থাকে, তা দেহে নতুন একধরনের অ্যান্টিবায়োটিক তৈরিতে সাহায্য করে।

নেদারল্যান্ডভিত্তিক বিজ্ঞান, প্রযুক্তি ও চিকিৎসাবিষয়ক প্রকাশনা জার্নাল অব ইনফেকশন এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

দাড়ি আছে এবং নেই এমন ৪০৮ জন ব্যক্তির ওপর গবেষণা চালিয়েছেন গবেষকরা। এই ৪০৮ জনের সবাই বিভিন্ন হাসপাতালের কর্মচারী।

প্রতিবেদনে বলা হয়, গবেষণায় দেখা গেছে যাদের দাড়ি রয়েছে, তাদের তুলনায় যাদের দাড়ি নেই অর্থাৎ দাড়ি কামিয়ে ফেলেন, তাদের সংক্রমণের ঝুঁকি অনেক বেশি।

সংক্রমণের পর নিরাময়ে দুরূহ ‘এমআরএসএ’ নামের ব্যাকটেরিয়ার আক্রমণের ঝুঁকি, যারা দাড়ি রাখেন তাদের তুলনায় যারা রাখেন না তাদের তিন গুণ ঝুঁকি বেশি। এ ছাড়া ত্বক ও শ্বাসযন্ত্রে সংক্রমণের জন্য দায়ী ব্যাকটেরিয়ার আক্রমণের ঝুঁকি তাদের ১০ শতাংশ বেশি।



মন্তব্য চালু নেই