দাবানলে জ্বলছে ক্যালিফোর্নিয়া

ভয়াবহ দাবানলে জ্বলছে ক্যালিফোর্নিয়ার বিশাল বনাঞ্চল। ২০টি দাবানলে সৃষ্টি হয়েছে।

দাবানলের কারণে প্রায় ১৩ হাজার লোককে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। ক্যালিফোর্নিয়ার কর্মকর্তারা জানিয়েছেন, দাবানল থামাতে সোমবার থেকে ৯ হাজার অগ্নিনির্বাপণ কর্মী কাজ করছেন।

বিবিসি অনলাইনের এক খবরে মঙ্গলবার এ তথ্য জানানো হয়েছে।

ক্যালিফোর্নিয়ার স্যান ফ্রানসিস্কোর উত্তরে সৃষ্টি হয়েছে সবচেয়ে বড় দাবানলটি। প্রায় ১৪৫ বর্গকিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়েছে আগুন। সোমবার একটি মহাসড়কে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় কয়েকটি গাড়ি পুড়ে ভস্মীভূত হয়েছে। সপ্তাহজুড়ে দাবানলটি সক্রিয় রয়েছে। তবে বিস্তার আরো কত ভয়াবহ হতে পারে, তা এখনো অনিশ্চিত।

এদিকে দাবানলে পুড়ে ছাই হয়েছে ২৪টি বাড়ি। বাতাসে আগুন দ্রুত ছড়িয়ে যাচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ আরো বেশি হতে পারে।

আগুন ছড়িয়ে পড়া এলাকা থেকে উদ্ধারকৃত ভিকি এস্ট্রেলা বলেছেন, ‘এমন আগুন আমি জীবনে কখনো দেখেনি।’

এদিকে অগ্নিনির্বাপণ কর্মীরা জানিয়েছেন, আগুন থেকে সৃষ্ট ধোয়ার কু-লী প্রায় ৩০০ ফুট উঁচুতে পৌঁছেছে।

চার বছর ধরে মারাত্মক খরায় ধুকছে ক্যালিফোর্নিয়া। যে কারণে দাবানল অনেক বেশি শক্তিশালী হয়ে উঠেছে। আকাশ থেকে পানি ছিটানো হচ্ছে।



মন্তব্য চালু নেই