দাফন হচ্ছে না আইএস জঙ্গিদের লাশ
সম্প্রতি ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের হাত থেকে মুক্ত হয়েছে ইরাকের মসুল শহরের পূর্বাঞ্চল। রাস্তাঘাটে পড়ে আছে যুদ্ধে নিহত আইএস সদস্যদের লাশ। হচ্ছে না দাফন।
পূর্ব মসুল থেকে তোলা একটি ছবিতে দেখা যায়, ইরাকের দজলা নদী থেকে ৬০০ মিটার দূরে পড়ে আছে এক আইএস জঙ্গির লাশ। সম্প্রতি সেখানে ইরাকের বিশেষ বাহিনীর সঙ্গে যুদ্ধ হয় আইএস জঙ্গিদের। যুদ্ধে নিহত হয় জঙ্গিগোষ্ঠীটির বহু সদস্য।
কাছেই একটি মাঠে পড়ে ছিল আরেকটি মৃতদেহ। ওই মৃতদেহটি থেকে ঠুকরিয়ে মাংস খাচ্ছিল কয়েকটি মুরগি।
এ বিষয়ে খালিদ নামের এক ইরাকি সেনাসদস্য বলেন, ‘ওগুলো (মুরগি) ক্ষুধার্ত, কারণ যুদ্ধ শুরু হলে কৃষকরা এলাকা ত্যাগ করেছে। ফলে তাদের খাওয়ার কিছু নেই।’
‘ওই মুরগিগুলো আইএস সদস্যদের খাচ্ছে এবং কেউ হয়তো তাদের খাবে। এটা বিরক্তিকর। আমি মুরগি খাওয়া বন্ধ করে দিয়েছি।’
আরেকটি ছবিতে দেখা যায়, ধ্বংস হয়ে যাওয়া একটি মসজিদের পাশে ঘুরে বেড়াচ্ছে একটি কুকুরছানা। কাছেই পড়ে আছে একটি মৃতদেহ।
এ ছাড়া জঙ্গি সদস্যদের মৃতদেহ থেকে মাংস খাচ্ছে একটি কুকুর, এমন ছবিও পাওয়া গেছে।
খালিদ বলেন, ‘কুকুরদের খেতে দাও। আমরা কিছুই মনে করি না। আসলে সন্ত্রাসীদের মৃতদেহ কুকুরে খাচ্ছে, এটা দেখলে আমরা খুশিই হই।’
খালিদ জানান, শহরের মধ্য থেকে মৃতদেহগুলো সরানোর দায়িত্ব প্রশাসনের; সেনাবাহিনীর নয়।
মন্তব্য চালু নেই