দাফনের সময় নড়ে ওঠা শিশুটি মারা গেছে

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক মৃত ঘোষণার পর দাফনের জন্য গোসল করানোর সময় নড়ে ওঠা সেই নবজাতকটি অবশেষে মারা গেছে।

রোববার বেলা ১১টায় নবজাতকটি মারা যায়। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের শিশু বিভাগে সে চিকিৎসাধীন ছিল। ঢামেকের শিশু বিভাগের চিকিৎসক ডা. আবিদ হোসেন মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার হাসপাতালে পুনরায় আনার পর থেকেই শিশুটিকে কৃত্রিম উপায়ে শ্বাস-প্রশ্বাস দেওয়া হচ্ছিল। রোববার বেলা ১১টায় শিশুটি মারা যায়।

শুক্রবার রাত ১১টায় হাসপাতালের ২১২ নম্বর ওয়ার্ডে সুলতানা আক্তার একটি পুত্রশিশুর জন্ম দেন। পরদিন শনিবার সকাল ৯টায় শিশুটিকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকরা। শিশুটির ডেথ সার্টিফিকেট অভিভাবকদের হাতে ধরিয়ে দেওয়া হয়। এরপর নবজাতকের বাবা জাহাঙ্গীর আলম দাফন করার জন্য শিশুটিকে আজিমপুর কবরস্থানে নিয়ে যান। সেখানে গোসল করানোর সময় সে নড়াচড়া করে ওঠে। এরপর শিশুটিকে ফের ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়।

‘মৃত’ শিশুটি গোসলের সময় নড়ে উঠল



মন্তব্য চালু নেই