দাউদ কোথায়? খুঁজবে বিশেষ টিম

মুম্বাই বিস্ফোরণের অন্যতম অভিযুক্ত দাউদ ইব্রাহিমের খোঁজ করতে বিশেষ দল গঠন করেছে ভারতের কেন্দ্রীয় সরকার। দাউদের কয়েকটি সম্ভাব্য ঠিকানার সন্ধানও মিলেছে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

সম্প্রতি দেশটির লোকসভায় দাউদ ইব্রাহিমের অবস্থান জানা নেই বলে বিপাকে পড়ে কেন্দ্রীয় সরকার।

পরে অবশ্য স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ জানান, দাউদ ইব্রাহিম বর্তমানে পাকিস্তানেই আছে। তার পরই দাউদকে খুঁজতে গোয়েন্দাদের দল গঠন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

এমনকি দাউদের সব ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করতে পাকিস্তানকে চিঠিও দেয়া হয়েছে। পাকিস্তানে এমন ১০টি অ্যাকাউন্টের সন্ধান মিলেছে বলে দাবি গোয়েন্দাদের।



মন্তব্য চালু নেই