দক্ষিণ আফ্রিকায় বিরোধী দলের নেতৃত্বে কৃষ্ণাঙ্গ

প্রথমবারের মতো দলের প্রধান হিসেবে একজন কৃষ্ণাঙ্গকে নির্বাচন করেছে দক্ষিণ আফ্রিকার প্রধান বিরোধী দল দি ডেমোক্রেটিক অ্যালায়েন্স (ডিএ)। এ পদক্ষেপের ফলে দেশটিতে দলটির আবেদন বাড়বে বলে মনে করছেন দলটির রাজনীতিবিদরা।

রোববার পোর্ট এলিজাবেথে ডেমোক্রেটিক অ্যালায়েন্সের এক কনফারেন্সের মাধ্যমে মুসি মাইমেনকে (৩৪) প্রধান নেতা হিসেবে নির্বাচন করা হয়। ২০১১ সাল থেকে মাইমেন ডেমোক্রেটিক অ্যালায়েন্সের মুখপাত্রের দায়িত্ব পালন করে আসছিলেন। বিদায়ী নেতা হেলেন জিলের উত্তরসূরি যে তিনি হতে যাচ্ছেন, এ নিয়ে দলটির কোনো নেতার মধ্যে দ্বিমত ছিল না।

প্রধান নেতা নির্বাচিত হয়েই দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমার প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে মাইমেন বলেন, ‘মি. প্রেসিডেন্ট, দয়া করে কোনো ভুল করবেন না। নাহলে আপনাকে আদালতে দিন কাটাতে হবে।’

দক্ষিণ আফ্রিকায় ২০১৪ সালের নির্বাচনে ডেমোক্রেটিক অ্যালায়েন্স এযাবৎকালের সবচেয়ে বেশি ভোট পায়। তবে তারপরও তারা জ্যাকব জুমার এএনসির কাছে হেরে যায়। তবে আগামী নির্বাচনে ডেমোক্রেটিক অ্যালায়েন্স ক্ষমতা দখল করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন মাইমেন।

তথ্যসূত্র : বিবিসি



মন্তব্য চালু নেই