দক্ষিণাঞ্চলে প্রচন্ড গরমে জনজীবনে চরম দুর্ভোগ
জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাবের কারনে গত এক সপ্তাহ থেকে দক্ষিণাঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রায় চরম দুর্ভোগে পরেছেন এতদাঞ্চলের মানুষ। সোমবার বরিশালে সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াস। একই সাথে দফায় দফায় বিদ্যুৎ বিভ্রাট ও লোডশেডিংয়ের কারনে জনজীবনে দুর্ভোগ আরো বৃদ্ধি পেয়েছে।
বরিশাল আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, চলতি বছরের জানুয়ারি মাসটি বরিশালসহ দক্ষিণাঞ্চলে স্বাভাবিকের তুলনায় ৩৩ শতাংশ কম বৃষ্টিপাত দিয়ে শুরু হয়। ফেব্রুয়ারি মাসে বৃষ্টিপাতের পরিমাণ ছিল স্বাভাবিকের চেয়ে ৪৯ শতাংশ কম। মার্চ মাসে মাত্র ২৮ মিলিমিটার বৃষ্টিপাত দিয়ে মাস শেষ হয়। যা ছিল স্বাভাবিকের তুলনায় ৪৭.৮ শতাংশ কম। সর্বশেষ গত এপ্রিল মাসে বরিশাল অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ ছিলো স্বাভাবিক ১৩২ মিলিমিটারের চেয়ে ৩ মিলিমিটার বেশি। তার পরেও গত এক সপ্তাহের প্রচন্ড তাপদাহে পুড়ছে এতদাঞ্চলের মানুষ। একই সাথে বৃদ্ধি পেয়েছে আবহাওয়া পরিবর্তন জনিত নানা রোগ। সূত্রে আরো জানা গেছে. আবহাওয়াবিদরা ২০১৪ সালটি সারাবিশ্বের মতো বাংলাদেশকেও অপেক্ষাকৃত উষ্ণতম বছর হিসেবে বিবেচনা করেছিলেন। ফলশ্রুতিতে গত বছর দক্ষিণাঞ্চলে গড় বৃষ্টিপাতের পরিমাণ ছিলো স্বাভাবিকের চেয়ে ৫০.৮ শতাংশ কম।
স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, তাপমাত্রার বৈরী আচরণের সাথে পাল্লাদিয়ে দক্ষিণাঞ্চলজুড়েই কখনো লোডশেডিং আবার কখনো সরবরাহ ও বিতরণ ব্যবস্থার বিভিন্ন ত্রুটি সাধারণ মানুষের দুর্ভোগকে আরো বাড়িয়ে দিয়েছে। ফলে দুঃসহ গরমের হাত থেকে এসব অঞ্চলের মানুষেরা একটু স্বস্তিও পাচ্ছেন না।
মন্তব্য চালু নেই