থানা হচ্ছে হাতিরঝিলে

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ঘুরতে আসা মানুষের পদচারণায় উৎসবের কেন্দ্র হবে হাতিরঝিল। বিনোদন প্রেমী মানুষের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় এই এলাকায় নতুন থানা হবে।

আজ (শুক্রবার) দুপুরে রাজধানীর হাতিরঝিলে (মেরুল বাড্ডা অংশে) ওয়াটার ট্যাক্সি সার্ভিস উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

হাতিরঝিল প্রকল্পের উপ-পরিচালক মেজর জেনারেল মো. শাকিলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো. আনিসুল হক।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগের মতো আর রাজধানীতে গুণ্ডামি মাস্তানি নেই। আইন-শৃঙ্খলা বাহিনীর নিরবচ্ছিন্ন তৎপরতা ও নজরদারিতে সে সুযোগ আর পাচ্ছে না দুর্বৃত্তরা।

তিনি বলেন, মানুষের নিরাপত্তার স্বার্থে হাতিরঝিলকে থানায় রুপান্তরিত করা হবে। ইতোমধ্যেই এর অনুমোদন হয়ে গেছে, খুব শিগগিরই থানার কর্যক্রম শুরু হবে।

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ও বাংলাদেশ সেনা বাহিনী এস ডব্লিউও (পশ্চিম)-এর পৃষ্ঠপোষকতায় হাতিরঝিলে ওয়াটার ট্যাক্সি সার্ভিসচালু করা হয়েছে।



মন্তব্য চালু নেই