থাইল্যান্ডে সৈকতের নিকটে গাড়িবোমা বিস্ফোরণ

পর্যটনের দেশ থাইল্যান্ডে এক ভয়াবহ গাড়িবোমা বিস্ফোরণে সাত জন আহত হয়েছে। দেশটির কোহ সামুই দ্বীপের এক জনাকীর্ণ বিপণী ভবনের সামনে এ বিস্ফোরণ ঘটে। থাইল্যান্ডের জনপ্রিয় সমুদ্র সৈকত চাবেং ঐ বিপণী ভবন থেকে মাত্র সিকি কিলোমিটার দূরবর্তী।

বিপণী ভবনের নাম সেন্ট্রাল ফেসিভেল মল। ধারণা করা হচ্ছে শুক্রবার গভীর রাতে বিস্ফোরকপূর্ণ একটি পিক-আপ ট্রাক ভবনের বেজমেন্টে অজ্ঞাত ব্যক্তিরা রেখে যায়। দেশটির দুর্যোগ প্রতিরোধ ও অভিবাসন ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মুখপাত্র পুনাস্ক সফোনপাথুম্রাক এ তথ্য জানান।

পুনাস্ক জানান, বিস্ফোরিত হওয়ার পর ট্রাকটি পুরোপুরি বিধ্বস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে আশেপাশে পার্ক করে রাখা একাধিক গাড়ি।

এ ঘটনায় সন্ত্রস্ত হয়ে পড়েছেন পর্যটকেরা। এর নেতিবাচক প্রভাব পড়তে পারে পর্যটন শিল্পে- এমন আশঙ্কা ব্যক্ত করেছেন স্থানীয়রা। প্রসঙ্গত উল্লেখ্য, ২০০৪ সাল থেকে থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় তিনটি প্রদেশে সন্ত্রাসী হামলায় প্রায় ৫০০০ মানুষ নিহত হয়েছেন।



মন্তব্য চালু নেই