থাইল্যান্ডে দফায় দফায় বিস্ফোরণ

গেল ২৪ ঘণ্টায় থাইল্যান্ডের কয়েকটি স্থানে আট দফা বিস্ফোরণে অন্তত চারজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার ও শুক্রবার এসব বিস্ফোরণ ঘটে। বৃহস্পতিবারের জোড়া বিস্ফোরণটি ঘটে রাজধানী ব্যাংককের নিকটবর্তী হুয়া হিন শহরে। এতে এক খাদ্য বিক্রেতা নিহত হন।
এরপর শুক্রবার ওই শহরেরই ক্লক টাওয়ারে আবারো বিস্ফোরণ ঘটে। ফুকেটের পাতোং রিসোর্টে আরেকটি বিস্ফোরণ ঘটে।
শুক্রবারের বিস্ফোরণে অন্তত তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশক’জন।
রানী সিরিকিতের জন্মদিন উদযাপনে সপ্তাহব্যাপী কর্মসূচির মধ্যে এ বিস্ফোরণ ঘটলো।
এখনো পর্যন্ত কেউ এসব বিস্ফোরণের দায় স্বীকার করেনি।
মন্তব্য চালু নেই