থাইল্যান্ডে আরও ৫টি গণকবর
থাইল্যান্ডের সঙ্খলা প্রদেশে আরও পাঁচটি গণকবরের সন্ধান পাওয়া গেছে। দেশটির পুলিশ সদস্যরা মঙ্গলবার ওই গণকবরগুলোর সন্ধান লাভ করে। খবর ব্যাংকক পোস্টের।
রয়েল থাই পুলিশের মুখপাত্র লেফট্যানেন্টে জেনারেল প্রায়ুৎ থর্নসিরি জানান, পেদাং বেসারের ২৫ কিলোমিটার পশ্চিমে আরেকটি নির্যাতন শিবিরের খোঁজ পাওয়া গেছে। এর আশেপাশের বনাঞ্চলে মঙ্গলবার ওই গণকবরগুলোর সন্ধান পাওয়া যায়।
থর্নসিরি জানিয়েছেন, গণকবরগুলোতে কতগুলো লাশ রয়েছে তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না।
এদিকে গত শুক্রবার সঙ্খলার সাদাও জেলার পেদাং বেসারে ৩০টি গণকবরের সন্ধান লাভের ঘটনায় মঙ্গলবার দুপুর পর্যন্ত পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, তালোহ’র মো গ্রামের প্রধান ইয়ালি খ্রেম মঙ্গলবার পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন। এর আগে পেদাং বেসারের মিউনিসিপাল কাউন্সিলর আরসান ইন্তানু এবং পেদাং বেসারের গ্রাম প্রধানের সহকারী রয়ে সোনালি ও আলী লামোহকে গ্রেফতার করা হয়। তারা সবাই থাইল্যান্ডের নাগরিক।
এ ছাড়া গত সোমবার মিয়ানমারের নাগরিক সো নাইংকে গ্রেফতার করা হয়। তিনি স্থানীয়ভাবে আনোয়ার নামেও পরিচিত। তাদের সকলের বিরুদ্ধে মানবপাচারের সঙ্গে জড়িতের অভিযোগ রয়েছে।
থাইল্যান্ড-মালয়েশিয়া সীমান্ত সংলগ্ন সাদাও পর্বতাঞ্চল দেশ দুটোতে অনুপ্রবেশের রুট হিসেবে ব্যবহৃত হয়। মূলত মিয়ানমার ও বাংলাদেশ থেকে লোকদের এ পথ দিয়ে আনা হয়। মানবপাচারকারীরা এদের নির্যাতন করে স্বজনদের কাছ থেকে অর্থ আদায় করে।
মন্তব্য চালু নেই