থাইল্যান্ডে স্কুল হোস্টেলে আগুন, ১৭ শিক্ষার্থীর মৃত্যু

থাইল্যান্ডের উত্তরাঞ্চলীয় একটি স্কুলের ডরমিটরিতে আগুন লেগে অন্ততপক্ষে ১৭ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আগুন লাগার সময় ডরমিটরিতে ৩৮ জন শিক্ষার্থী ছিল। এ ঘটনার পর দুই শিক্ষার্থী নিখোঁজ ও পাঁচজন আহত হয়েছে। খবর বিবিসি।

পুলিশ জানায়, পিথাকিয়ার্ট ওথায়া নামের ওই স্কুলের ডরমিটরিতে রোববার সন্ধ্যায় আগুন লাগে। ডরমিটরিতে মেয়ে শিক্ষার্থীদের রাখা হতো। ঘটনার সময় শিক্ষার্থীরা ঘুমিয়ে ছিল।

পুলিশের কর্নেল প্রায়াদ সিঙ্গসিন বলেন, আগুন লাগার ঘটনায় তদন্ত চলছে।

ওই অঞ্চলের ডেপুটি গর্ভনর আর্কুম সোকাপান জানান, অনেক শিক্ষার্থীকে ঘুমন্ত অবস্থায় উদ্ধার করা হয়।

থাইল্যান্ডের জাতীয় পত্রিকায় বলা হয়েছে, পরিচয় সনাক্তের জন্য মরদেহ স্থানীয় হাসপাতালে রাখা হয়েছে। এছাড়া নিখোঁজদের উদ্ধারে তৎপরতা চলছে।



মন্তব্য চালু নেই