থাইল্যান্ডের জঙ্গলে উদ্ধার হওয়াদের ৯১ জনই বাংলাদেশী

থাইল্যান্ডের জঙ্গলে আরও ১১৭ জন রোহিঙ্গা ও বাংলাদেশী অভিবাসীকে উদ্ধার করেছে দেশটির পুলিশ। এর মধ্যে ৯১ জনই বাংলাদেশী। বাকী ২৬ জন রোহিঙ্গা। শুক্রবার দেশটির সঙ্খলা প্রদেশের রাত্তাফাম জেলার মালয়েশিয়া সীমান্ত থেকে তাদের উদ্ধার করা হয়।

সঙ্খলা প্রদেশের উপগভর্নর একারাত সিসেন বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘১১৭ জনকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ২৬ জন রোহিঙ্গা। বাকীরা বাংলাদেশের নাগরিক।’

সূত্র: রয়টার্স।



মন্তব্য চালু নেই