তেহরানে ইরানি বিমান বিধ্বস্ত, যাত্রীদের কেউই বেঁচে নেই বলে ধারণা

রোববার তেহরানে একটি ছোট যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে বলে ইরানের সংবাদ সংস্থা জানিয়েছে।

মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের অল্প কিছু সময় পরই এটি বিধ্বস্ত হয় বলে জানা গেছে। তবে এতে কত সংখ্যাক যাত্রী ছিল সে বিষয়ে নিশ্চিত তথ্য এখনো পাওয়া যায়নি। বিভিন্ন সংবাদ মাধ্যম বিভিন্ন সংখ্যা জানাচ্ছে।

ইরানের মেহের নিউজ জানিয়েছে বিমানটিতে ১৫ জন ছিল। অপরদিকে জরুরি কাজে নিয়োজিত কর্মকর্তাদের বরাত দিয়ে এফএআরএস জানিয়েছে, বিমানটিতে ৪০ জন যাত্রী ছিল, যাদের সবাই মারা গেছে।

এদিকে বিবিসি তাদের এক সংবাদে জানায়, সর্বশেষ তথ্য অনুযায়ী রোববার দূর্ঘটনায় পতিত হওয়া ইরানি বিমান ইরান-১৪০ জেটে ৪৮ জন ছিল, যার ৪০ জন যাত্রী এবং ৮ জন ক্রু।

রোববার সকালে স্থানীয় সময় ৯টা ১৮ মিনিটে তেহরানে মেহরাব বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছু পরই শহরের পশ্চিম দিকে আবাসিক এলাকায় এটি বিধ্বস্ত হয়।

বিমানটি পূর্বে তাবাস শহরের দিকে যাওয়ার কথা ছিল।

এর আগেও ইরান দূর্বল ব্যবস্থাপনা এবং ত্রুপিপূর্ণ যান্ত্রিক ব্যবস্থার কারণে বশে কিছু বিমান দূর্ঘটনার মুখোমুখি হয়।

এখনো দেশটিতে ১৯৭৯ সালে ইসলামি বিপ্লবের আগে কেনা বিমান দিয়ে পরিবহণ কাজ পরিচালনা করা হচ্ছে।

গত ২৫ বছরে ইরানি বিমানসহ ২শ’র বেশি বিমান দুর্ঘটনা দেখেছে বিশ্ব, যেসব ঘটনায় ২ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে।



মন্তব্য চালু নেই