তৃণমূল ভবনে ফের নোটিশ পাঠাচ্ছে সিবিআই

সারদাকাণ্ডে আরও চাপের মুখে পড়েছে তৃণমূল কংগ্রেস। লোকসভা ভোটের আগে আয়-ব্যায়ের হিসাব জানতে ফের তৃণমূল ভবনে নোটিশ পাঠাতে যাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুব্রত বক্সির নামে এই নোটিশ পাঠানো হবে। ইতোমধ্যে সেই প্রক্রিয়াও শুরু করে ফেলেছে সিবিআই। সম্ভবত আগামী সপ্তাহেই এই চিঠি পাঠানো হবে।

প্রসঙ্গত, বৃহস্পতিবারই সুব্রত বক্সির সঙ্গে কথা বলতে চেয়ে তৃণমূল ভবনে ফোন করে সিবিআই। কিন্তু নির্বাচনী কাজে তিনি ব্যস্ত থাকায় তাঁর সঙ্গে কথা হয়েনি তদন্তকারীদের। এরপরেই নতুন করে সুব্রত বক্সির নামে তৃণমূলভবনে নোটিশ পাঠাতে চলেছে তদন্তকারীরা।



মন্তব্য চালু নেই