তৃণমূল প্রার্থী ফাটাকেষ্ট’র জনসভায় গিয়ে পদপিষ্ট হয়ে মৃত্যু
‘ফাটাকেষ্ট’ হিরো মিঠুন চক্রবর্তীকে দেখতে ও তার কথা শুনতে গিয়ে পদপিষ্ট হয়ে মারা গেছেন এক ব্যক্তি। শুক্রবার সন্ধ্যায় ভারতের পশ্চিমবাংলার কোচবিহারের রাসমেলা ময়দানে এ ঘটনা ঘটে। নিহতের নাম কার্তিক রায় (৪৫)। এসময় আরো একজন হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় কোচবিহারে তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য পদপ্রার্থী মিঠুন চক্রবর্তীর জনসভায় প্রচণ্ড ভিড় হয়। লোকজনের হুড়হুড়িতে পদপিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান কার্তিক চক্রবর্তী নামে তৃণমূল সমর্থক।
মন্তব্য চালু নেই