তুষারঝড়ে যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা বেড়ে ১৯
তুষারঝড়ের কারণে স্থবির হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের জনজীবন। স্নোজিলা’ নামের এই তুষার ঝড়ের কারণে এ পর্যন্ত ১৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। গৃহবন্দী হয়ে পড়েছেন দেশটির মোট জনসংখ্যার এক চতুর্থাংশ অর্থাৎ সাড়ে আট কোটির বেশি মানুষ।
আরকানসাস, টেনেসি, কেনটাকি, নর্থ ক্যারোলাইনা, ওয়েস্ট ভার্জিনিয়া ও ভার্জিনিয়াসহ দক্ষিণাঞ্চলের ২০ অঙ্গরাজ্যের ওপর দিয়ে তুষার ঝড় বয়ে যাচ্ছে। পূর্বাঞ্চলের ওই ঝড়ে ১১টি রাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে। অনেক এলাকাতে এর মধ্যেই আড়াই ফুটের বেশি তুষার জমেছে। সড়ক, রেল আর বিমান চলাচল বন্ধ হয়ে গেছে। কয়েকটি রাজ্যের প্রত্যন্ত এলাকাগুলোয় দুই লাখের বেশি মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
ঝড়ে গৃহবন্দী হয়ে পড়েছেন ওয়াশিংটন, নিউইয়র্কের মতো বহু শহরের বাসিন্দারা। নিউইয়র্কে প্রয়োজনীয় নয় এমন সব যানবাহন বন্ধ করে দেয়া হয়েছে। বন্ধ রয়েছে শহরের সেতুগুলোও। দেশটিতে দশ হাজারের বেশি বাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। দীর্ঘ ১২ ঘণ্টা ধরে যানজটে অচল হয়ে পড়েছে কেনটাকি ও পেনসিলভানিয়া।
মন্তব্য চালু নেই