তুরস্কে ১১ হাজার শিক্ষক বরখাস্ত
নিষিদ্ধ ঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) গেরিলাদের সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগে তুরস্কে ১১ হাজারেরও বেশি শিক্ষককে বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার তুর্কি শিক্ষা মন্ত্রণালয় এক টুইটাবার্তায় এ তথ্য জানিয়েছে।
এসব শিক্ষককে বেতনসহ সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তাদের সবার বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত হবে।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, শিক্ষা মন্ত্রণালয় সন্দেহ করছে যে, পিকেকে গেরিলাদের কর্মকাণ্ডের প্রতি প্রায় ১১ হাজার ২৮৫ শিক্ষকের সমর্থন রয়েছে।
গত ১৫ জুলাই তুরস্কে ব্যর্থ সেনা অভ্যুত্থানের পর সরকার ব্যাপক ধরপাকড় অভিযান চালাচ্ছে। এ পর্যন্ত দেশটিতে প্রায় এক লাখ সরকারি চাকরিজীবীকে বরখাস্ত করা হয়েছে।
বৃহস্পতিবার তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান বলেছেন, ‘পিকেকের সঙ্গে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের আমরা বরখাস্ত করবো। তাদের বিরুদ্ধে লড়াইয়ে এটি অন্যতম গুরুত্বপূর্ণ হাতিয়ার।’
প্রসঙ্গত, পৃথক কুর্দিস্তানের জন্য লড়াইরত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দিয়েছে তুরস্ক। ১৯৮৪ সাল থেকে কুর্দি ও তুর্কি সেনাদের লড়াইয়ে এ পর্যন্ত ৪০ হাজারেরও বেশ মানুষ নিহত হয়েছে।
মন্তব্য চালু নেই