তুরস্কে হিজাবের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার
তুরস্কে মুসলিম নারী সেনা সদস্যদের মাথায় হিজাব ব্যবহারের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে দেশটির সরকার। ১৯৮০ সালে দেশটির সব সরকারি প্রতিষ্ঠানে হিজাব নিষিদ্ধ করেছিলো তৎকালীন ধর্মনিরপেক্ষ সরকার।
দীর্ঘ প্রায় তিন দশকেরও বেশি সময় আগে তুরস্কের ধর্মনিরপেক্ষ সংবিধান ‘গার্ডিয়ান কাউন্সিল’ নারীদের হিজাব ব্যবহারের ওপর ওই নিষেধাজ্ঞা জারি করে ছিলো।
তবে বর্তমানে ইসলামপন্থী প্রেসিডেন্ট হিসেবে পরিচিত রিসেপ তায়েপ এরদোয়ান সরকার ওই সিদ্ধান্তকে একপেশে বলে দেশটির সকল সরকারি প্রতিষ্ঠান হিজাবের ওপর জারি করা নিষেধাজ্ঞা প্রত্যাহাতার করে নিয়েছেন।
এরদোয়ান বিরোধীরা এর সমালোচনা করে বলেছেন তিনি তার ইসলামী অ্যাজেন্ডা জনগণের ওপর চাপিয়ে দিচ্ছেন। কিন্তু এরদোয়ান সরকার মনে করে সংকীর্ণ মনা থেকে মুসলিম নারীদের ধর্মীয় পোশাক হিজাব নিষিদ্ধ করা হয়েছিলো। বুধবার বিবিসির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
মন্তব্য চালু নেই