তুরস্কের সঙ্গে ইসরায়েলের ফের বন্ধুত্ব
অবশেষে তুরস্ক ও ইসরায়েলের মধ্যে দীর্ঘ বৈরি সম্পর্কের সমাপ্তি ঘটতে যাচ্ছে। দীর্ঘ ৬ বছর পর পুনরায় পুরাতন বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছে দেশ দু’টি। ২ কোটি মার্কিন ডলার ক্ষতিপূরণ দিতে ইসরায়েল রাজি হওয়ার পরই তুরস্ক সম্পর্ক চালুর বিষয়ে আগ্রহ প্রকাশ করে।
বিবিসির খবরে বলা হয়, ২০১০ সালে মে মাসে ইসরায়েল গাজা অভিমুখে তুরস্কের একটি জাহাজ থেকে ১০ জন তুরস্ক নাগরিককে হত্যা করেছিল। তারপর থেকেই সম্পর্কের টানাপোড়েন ঘটে। ৬ বছর পর ইসরায়েল সে হত্যাকাণ্ডের ক্ষতিপূরণ হিসেবে ২ কোটি মার্কিন ডলারের প্রস্তাব করলে নতুন করে সম্পর্কে পথ এক ধাপ আগায়।
এরফলে তুরস্ককে গাজায় সহায়তা করার অনুমতি পাবে এবং ফিলিস্তিনে অবকাঠামো নির্মাণেও বাধা থাকবে না।
তুরস্কের প্রধানমন্ত্রী জানিয়েছেন সম্পর্ক স্বাভাবিক করার জন্য দু’দেশ যে চুক্তি করেছে সে অনুযায়ী ইসরায়েল তুরস্ককে ২০ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেবে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন এই চুক্তি মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সাহায্য করবে।
একটা সময় তুরস্কের সঙ্গে ঘনিষ্ট সম্পর্ক বিদ্যমান ছিল ইসরায়েলের। কৌশলগত অনেক বিষয় দু’দেশই একসঙ্গে বসে আলোচনা করত।
রবিবার দু’দেশ জানিয়েছে তারা দ্রুত এক দেশ অপর দেশে রাষ্ট্রদূত নিয়োগ করবে।
মন্তব্য চালু নেই