তুরস্কের গ্রেফতারি পরোয়ানা প্রত্যাখ্যান করেছেন গুলেন

তুরস্কের অভ্যুত্থান চেষ্টায় জড়িত থাকার অভিযোগে আলোচিত ধর্মীয় নেতা ফেতুল্লাহ গুলেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে স্থানীয় একটি আদালত। বৃহস্পতিবার রাতে তার বিরুদ্ধে আনা অভিযোগে বলা হয়েছে, তিনি অভ্যুত্থানের নির্দেশ দিয়েছিলেন এবং প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে হত্যার চেষ্টা করেছিলেন।

তুরস্ক সরকারের জারি করা ওই গ্রেফতারি পরোয়ানা প্রত্যাখ্যান করেছেন গুলেন। বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছেন স্বেচ্ছায় নির্বাসিত হওয়া এই ধর্মীয় নেতা। প্রথম থেকেই অভ্যুত্থান প্রচেষ্টায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে আসছেন গুলেন।

বৃহস্পতিবার আদালতের আদেশটি ছিল গুলেনের বিরুদ্ধে অভ্যুত্থানে অংশ নেয়ার অভিযোগে নেয়া আনুষ্ঠানিকতার প্রথম পদক্ষেপ। তুরস্কের স্থানীয় সংবাদমাধ্যম হুরিয়াত জানিয়েছে, ইস্তাম্বুলের একটি আদালতের বিচারক ডারমাস কারাসেলি তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এর আগে সন্ত্রাসপ্রতিরোধ বিষয়ক প্রসিকিউটর কয়ন তানসে গ্রেফতারি পরোয়ানা জারির আর্জি পেশ করেন।

বৃহস্পতিবার এক বিবৃতিতে গুলেন বলেন, তুরস্কের আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করে আমার মর্যাদা ও মতের পরিবর্তন করতে পারেনি।



মন্তব্য চালু নেই