তাহরির স্কোয়ারে যৌন হয়রানি, আটক ৭

মিশরের রাজধানী কায়রোর তাহরির স্কোয়ারে এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে ৭ জনকে আটক করেছে পুলিশ। গত রোববার নবনির্বাচিত প্রেসিডেন্ট সিসির দায়িত্ব গ্রহণ উদযাপনের সময় আটককৃতরা ওই ছাত্রীকে যৌন হয়রানি করে। ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়লে দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে। এরই পরিপ্রেক্ষিতে সোমবার তাদের আটক করে কায়রো পুলিশ।

এ প্রসঙ্গে দেশটির এক কর্মকর্তা জানান, আটককৃতরা ওই দিন ১৯ বছর বয়সী এক তরুণীকে হয়রানি করেছিল। আটককৃতদের বয়স ১৫ থেকে ৪৯ বছর। তিনি আরো জানান, ওইদিন এ রকম আরো ২৭টি অভিযোগ পাওয়া গেছে। সবগুলোই তদন্ত করে দেখছে পুলিশ।

সম্প্রতি দেশটি যৌন হয়রানি বন্ধে নতুন একটি আইন প্রণয়ন করেছে। যেখানে যৌন হয়রানিকে অপরাধ হিসেবে গণ্য করে এর জন্য পাঁচ বছরের শাস্তি নির্ধারণ করা হয়েছে।

এর আগে সরকার বিরোধী আন্দোলন চলাকালে ২০১২ সালের নভেম্বর থেকে ২০১৩ এর জুন পর্যন্ত সাত মাসে কায়রোতে ২৫০টি যৌন হয়রানির অভিযোগ জমা পড়েছিল।



মন্তব্য চালু নেই