তালেবান নেতা মোল্লা ওমরের ‘মৃত্যু’

আফগান তালেবান নেতা মোল্লা ওমর মারা গেছেন বলে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে। তবে এ ব্যাপারে সত্যতা নিশ্চিত করে তালেবানদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

আফগান সরকার ও দেশটির গোয়েন্দারা বলছে, দু-তিন বছর আগে মোল্লা ওমরের মৃত্যু হয়। এ নিয়ে বিস্তারিত কিছু জানায়নি তারা।

এর আগেও মোল্লা ওমর মারা গেছেন বলে বিভিন্ন সময় খবর বেরিয়েছিল।

এবারই প্রথম আফগান সরকারের কোনো উচ্চপর্যায়ের সূত্র তালেবান নেতার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করল।

বার্তা সংস্থা বিবিসি জানাচ্ছে, তালেবান কর্তৃপক্ষ মোল্লা ওমরের বর্তমান মৃত্যুর এই খবরের বিষয়ে দ্রুত বিবৃতি দেবে।

আফগান গৃহযুদ্ধে পাশ্চাত্য পৃষ্ঠপোষকতায় মোল্লা ওমরের নেতৃত্বাধীন তালেবান বাহিনী সোভিয়েত ব্যাকড সরকারকে উৎখাত করে ক্ষমতায় আসে।

২০০১ সালে টুইন টাওয়ারে হামলার অভিযোগে যুক্তরাষ্ট্র আফগানিস্তানে আগ্রাসন চালায়। এর পর থেকেই মোল্লা ওমর আত্মগোপনে চলে যান। তার মাথার ওপর যুক্তরাষ্ট্র ১০ মিলিয়ন ডলারের হুলিয়া জারি করে।



মন্তব্য চালু নেই