তালাক পাওয়া মুসলিম নারীদের পেনশন দেবে ভারত

তালাক পাওয়া মুসলিম নারীদের জন্য পেনশন প্রকল্প চালু করছে ভারতের আসাম সরকার। বৃহস্পতিবার এ কথা জানিয়েছেন রাজ্যের স্বাস্থ্য ও শিক্ষামন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।

তিনি জানান, তালাকপ্রাপ্ত মুসলিম নারীরা যাতে স্বনির্ভর হয়ে উঠতে পারে সে জন্য তাদের কারিগরি প্রশিক্ষণ দেয়া হবে। পাশাপাশি সমস্ত বিবাহবিচ্ছিন্না নারীদেরও এ বিষয়ে প্রশিক্ষণ দেয়া হবে। শর্মার মতে, বিবিহবিচ্ছিন্না অন্যান্য নারীর মতোই তালাকের পর মুসলিম নারীরা তেমন কিছুই পায় না। এতে তাদের নানা সমস্যার মধ্যে পড়তে হয়। এই সমস্যা থেকে মুক্তি দিতেই তাদের স্বনির্ভর করে তোলার পাশাপাশি পেনশনও দেয়া হবে।

প্রশাসন সূত্রে সংবাদমাধ্যমগুলো জানায়, রাজ্য সরকারের ‘রিভাইসড ড্রাফ্ট পপুলেশন পলিসি’তে তালাকপ্রাপ্ত মুসলিম নারীদের পেনশন নিয়ে প্রস্তাব পেশ করা হয়। আগামী আগস্টেই বিধানসভার অধিবেশনে বিষয়টি নিয়ে আলোচনা হবে। তবে প্রস্তাবিত এই নীতির মূল উদ্দেশ্য, রাজ্যের জনসংখ্যা নিয়ন্ত্রণ। সরকার আগেই ঘোষণা করেছিল যাদের দুটোর বেশি সন্তান থাকবে, তারা কোনো সরকারি চাকরি পাবে না।



মন্তব্য চালু নেই