তারেকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার প্রতিবাদে সাভারে বিএনপির বিক্ষোভ মিছিল

টিপু সুলতান (রবিন) : রাষ্ট্রদ্রোহের মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে সাভারের আশুলিয়ায় বিক্ষোভ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা।

সোমবার সকালে ঢাকা জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ডা.দেওয়ান মো:সালাউদ্দিন বাবুর নিদের্শে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলটি ঢাকা আরিচা মহাসড়কের আশুলিয়ার বিশমাইল এলাকা থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

বিক্ষোভ মিছিল থেকে বিএনপির নেতাকর্মীরা এসময় বলেন সরকার ভীত হয়ে এবং তারেক রহমানের প্রতি ঈর্ষান্বিত হয়ে বিষোধগার ও মিথ্যাচার করছে। তারেক রহমানের রাজনৈতিক ইমেজ কালিমালিপ্ত করতে একের পর এক বানোয়াট মামলা দায়ের করে আদালতকে দিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারির ঘটনা ঘটাচ্ছে।

বিক্ষোভ মিছিলে এসময় ঢাকা জেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



মন্তব্য চালু নেই