তনু হত্যার প্রতিবাদে ৩ এপ্রিল ছাত্র ধর্মঘট

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যারকারীদের গ্রেপ্তারের দাবিতে আগামী ৩ এপ্রিল সারাদেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘটের ডাক দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। একই দিন বিকেল ৪টায় টিএসসিতে ছাত্র সমাবেশ করা হবে বলেও জানানো হয়েছে।

মঙ্গলবার বেলা ৩টার দিকে শাহবাগের অবরোধ তুলে নিয়ে এ কর্মসূচি ঘোষণা করেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী উজমা তাজরিন।

এ সময় প্রগতিশীল ছাত্রজোটের ব্যানারে ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক আশরাফুল আলম বলেন, ‘সারাদেশে তনু হত্যার বিচারের দাবিতে আন্দোলন চলছে। হত্যাকাণ্ডের আটদিন পরও সেনাবাহিনী দায়িত্বশীলতার পরিচয় দিতে পারেনি। সরকারও তনু হত্যার কোনো অগ্রগতি দেখাতে পারেনি।’

তিনি বলেন, ‘বাংলাদেশে যে বিচারহীনতার সংস্কৃতি চলছে, আমরা তনু হত্যার বিচারের মধ্য দিয়ে এর অবসান চাই।’

এর আগে সেনাবাহিনীর গাড়ি আটকানো নিয়ে পুলিশের সঙ্গে ছাত্রদের সংঘর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র অর্ণব, মন্টু, রাহাত মারাত্মকভাবে আহত হয়েছেন।

সাধারণ শিক্ষার্থীদের এ অবরোধে অংশগ্রহণ করে ঢাকা কলেজ, ইব্রাহিম মেডিকেল কলেজ, সামাজিক সংগঠন জাগরণের আহ্বান, নটরডেম কলেজ, ঢাকাস্থ বৃহত্তর মুরাদনগর ছাত্রকল্যাণ পরিষদ, ভিকারুন নিসা নূন স্কুল অ্যান্ড কলেজ।



মন্তব্য চালু নেই