‘আশা করছি নিজামী খালাস পাবেন’

ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন আশা প্রকাশ করে বলেছেন, ‘রিভিউয়ের রায়ে নিজামী খালাস পাবেন।’

মঙ্গলবার রিভিউ আবেদন দায়েরের পর সুপ্রিম কোর্টের নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

খন্দকার মাহবুব বলেন, ‘আমরা অনেক আশা নিয়ে নিজামীর ফাঁসির রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করেছি। রিভিউ আবেদনে আমরা দেখিয়েছি, আপিল বিভাগের রায়ে সাক্ষ্য পর্যালোচনার ক্ষেত্রে সঠিকভাবে আমাদের আবেদন মূল্যায়ন করা হয়নি। সাক্ষ্য-প্রমাণের সঠিক মূল্যায়ন করলে রিভিউয়ের রায়ে নিজামী ন্যায়বিচার পাবেন।’

তিনি বলেন, নিজামী একজন বিশিষ্ট আলেম। মুক্তিযুদ্ধ নিয়ে যত বইপত্র রয়েছে, তার কোথাও নিজামীর নাম নেই বলেও মন্তব্য করেন খন্দকার মাহবুব।

এর আগে সকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের আমির মতিউর রহমান নিজামী ফাঁসির দণ্ড থেকে খালাস চেয়ে রিভিউ আবেদন দাখিল করেন।

নিজামীর ছেলে ব্যারিস্টার নাজীব মোমেন বলেন, ৭০ পৃষ্ঠার রিভিউ আবেদনে ফাঁসির দণ্ড থেকে খালাস চেয়ে ৪৬টি যুক্তি দেখানো হয়েছে।



মন্তব্য চালু নেই