তথ্য প্রযুক্তিবিষয়ক ছাত্রীদের জন্য গুগলের শিক্ষাবৃত্তি
এশিয়া-প্যাসিফিক অঞ্চলের তথ্যপ্রযুক্তিবিষয়ক ছাত্রীদের জন্য ‘দ্য গুগল আনিতা বর্গ স্মৃতিবৃত্তি’ ঘোষণা করেছে গুগল।
গুগলের ওয়েবসাইটে এ সম্পর্কে বলা হয়েছে, তথ্যপ্রযুক্তি, কম্পিউটার বিজ্ঞান, কম্পিউটার প্রকৌশল বিষয়ে বিশ্ববিদ্যালয়ের স্নাতকপূর্ব ও স্নাতকোত্তর ছাত্রীরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। আবেদনকারীকে গুগলের ওয়েবসাইটে দেওয়া ফরম পূরণ করতে হবে।
বিজয়ীদের আমন্ত্রণ জানানো হবে অস্ট্রেলিয়ার সিডনির গুগল অফিস পরিদর্শনের। এর পাশাপাশি বৃত্তিপ্রাপ্তরা প্রতিটি শিক্ষা বছরের জন্য একটি আর্থিক পুরস্কার পাবেন। এ বিষয়ে গুগলে (google.com/anitaborg/apac/) বিস্তারিত তথ্য দেওয়া আছে।
মন্তব্য চালু নেই