ঢাবি ছাত্রকে ঢাকা কলেজ ছাত্রলীগ নেতার ‘অপহরণ’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র এবি মাইনুল হাসানকে ‘অপহরণ’ করে চাঁদা দাবি করেন ঢাকা কলেজ ছাত্রলীগের প্রচার সম্পাদক সোহেল।
মঙ্গলবার রাত ১২টার দিকে মাইনুল চানখারপুলের আফতাফ হোটেলে খেতে গেলে এ ঘটনা ঘটে। তিনি বিশ্ববিদ্যালয়ের ফার্সি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। আবাসিক ছাত্র হিসেবে সূর্যসেন হলে থাকেন।
অপহরণের পর মাইনুলকে ঢাকা কলেজের ইন্টারন্যাশনাল হলের ৩১৬ নম্বর কক্ষে আটকে রাখা হয়। পরে তাকে বুধবার বিকেলের দিকে ছেড়ে দেয়া হয়।
মাইনুল হাসান বলেন, ‘আমাকে আটকে রেখে হাতে পিস্তল দিয়ে ছবি তোলা হয়েছে। তারপর চাঁদা দাবি করে সোহেল বলে, ৩ লাখ টাকা না দিলে ছবিসহ তোকে পুলিশের হাতে তুলে দেয়া হবে।’
বিকেলে মুক্তি পেয়ে শাহাবাগ থানায় তিনি এ ঘটনায় একটি জিডি করেন। আগামীকাল মামলা করবেন বলেও সাংবাদিকদের জানিয়েছেন।
গোয়েন্দা পুলিশের একটি সূত্র ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছে, আফতাব হোটেল থেকে ঢাবির এক ছাত্রকে উঠিয়ে নিয়ে সোহেলের নেতেৃত্বে ইন্টারন্যাশনাল হলের ৩১৬ নম্বর কক্ষে আটকে রাখা হয়। তাকে রাতভর আটকে রেখে বুধবার বিকেলে ছেড়ে দেয়া হয়েছে।
সোহেলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রথমে ঘটনা অস্বীকার করলেও পরে সাংবাদিকদের বলেন, ‘ভাই এরকম নিউজ কইরেন না। করলে আমার ক্ষতি হয়ে যাবে।’
এ ঘটনায় ঢাবির ভারপ্রাপ্ত প্রক্টর এম আমজাদ আলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, এরকম কোনো ঘটনা আমি এখনো জানি না। তবে শিগগিরই খোঁজ নেয়া হবে।’



মন্তব্য চালু নেই