ঢাকায় ভোটার তালিকা হালনাগাদ শুরু সোমবার
ঢাকা উত্তর দক্ষিণ, ঢাকা ক্যান্টমেন্টসহ চট্টগ্রাম সিটি করপরেশনে ভোটার তালিকা হালনাগাদের কাজ ১ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে।
রোববার নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদ সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
সিইসি জানান, ১ সেপ্টম্বর থেকে শুরু তথ্য সংগ্রহ শুরু হয়ে চলবে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত। এসময় তথ্য সংগ্রহকারীরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন। ১৮ তারিখ থেকে নিবন্ধন ও ছবি তোলার কাজ শুরু হবে।
নির্বাচন কমিশনের তথ্য মতে, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৬টি ওয়ার্ডে বর্তমানে মোট ভোটার রয়েছে ২২ লাখ ৮৮ হাজার ৩৮৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছে ১২ লাখ ১ হাজার ৭২৯ জন। মহিলা ভোটার রয়েছে ১০ হাজার ৮৬ হাজার ৬৫৮ জন।
এছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫৭টি ওয়ার্ডে মোট ভোটার রয়েছে ১৮ লাখ ৭ হাজার ২৮৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯ লাখ ৮০ হাজার ৫৫৫ জন।
ঢাকা ঢাকা ক্যান্টমেন্ট ও মিরপুর সেনানিবাসে ভোটার রয়েছে ৬২ হাজার ৪২৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩৯ হাজার ৬৯৫ জন। এবং মহিলা ভোটার ২৩ হাজার ১৩৩ জন।
নির্বাচন কমিশনের তথ্য মতে, ২ হাজার ৬৫৫ জন তথ্য সংগ্রহকারী এবার রাজধানীতে নতুন ভোটাদের তথ্য সংগ্রহ করবেন। সুপার ভাইজার রয়েছে ৫৪০ জন।
প্রসঙ্গত, গত ১৫ মে থেকে তিন ধাপে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হয়েছে। ইতোমধ্যে প্রথম ধাপের ১৮১টি উপজেলার ভোটার তালিকা হালনাগাদ কাজ সম্পন্ন হয়েছে। দ্বিতীয় ধাপের ২১৩টির মধ্যে ৯২টির চলমান রয়েছে। ১৫ সেপ্টম্বরের মধ্যে এগুলো শেষ হবে।
মন্তব্য চালু নেই