ঢাকায় পৌঁছেছেন মাহমুদ আব্বাস

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস রাষ্ট্রীয় সফরে ঢাকায় এসেছেন। শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছালে মাহমুদ আব্বাসকে স্বাগত জানান বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

বুধবার বিকেলে ফিলিস্তিনি প্রেসিডেন্টকে বহনকারী বিমানটি ঢাকায় অবতরণ করে।

ফিলিস্তিনের প্রেসিডেন্ট হিসেবে এটাই বাংলাদেশে তার প্রথম রাষ্ট্রীয় সফর। বিমান থেকে নামার পরপরই দুটি শিশু ফিলিস্তিনি প্রেসিডেন্টকে ফুল দিয়ে অভ্যর্থনা জানায়। বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালে ২১ বার তোপধ্বনি দিয়ে তাকে স্বাগত জানানো হয়।

এসময় তিন বাহিনীর সুসজ্জিত একটি চৌকস দল দেয় গার্ড অব অনার প্রদান করে মাহমুদ আব্বাসকে। ঢাকায় তিন দিন অবস্থান করার কথা রয়েছে। ঢাকায় অবস্থানকালে তিনি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিরোধী দলীয়নেতাদের সঙ্গে বৈঠক করবেন।



মন্তব্য চালু নেই