ঢাকায় নামছে নতুন ট্যাক্সি

আগামী ২২ এপ্রিল রাজধানী ঢাকায় নামছে নতুন ট্যাক্সি ক্যাব। এর আগে ১৪ এপ্রিল (পহেলা বৈশাখ) ট্যাক্সি ক্যাব উদ্বোধনের কথা থাকলেও তা আর হয়ে ওঠেনি।

জানা গেছে, ২২ এপ্রিল ট্যাক্সি ক্যাব পরিচালনার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথম দফায় ৪৭টি ট্যাক্সিক্যাব নামানো হবে। পর্যায়ক্রমে ৬৫০টি ট্যাক্সিক্যাব নামবে ঢাকা ও চট্টগ্রামে। ঢাকার ট্যাক্সিক্যাব আশপাশের পাঁচ জেলায় চলাচল করবে।

আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্ত অনুযায়ী, কিলোমিটারপ্রতি ট্যাক্সির ভাড়া হবে ৩৪ টাকা। তবে প্রথম দুই কিলোমিটার বা তার কম পথ ভ্রমণের জন্য যাত্রীদের দিতে হবে ১০০ টাকা। আর যাত্রাবিরতিকালে প্রতি দুই মিনিটের জন্য সাড়ে ৮ টাকা করে ভাড়া দিতে হবে। অর্থাৎ যানজট বা অন্য কোনো কারণে পথে ৮ মিনিট আটকে থাকলে এক কিলোমিটারের ভাড়া দিতে হবে। পাশাপাশি টেলিফোন করে ট্যাক্সি বাসায় ডাকলে অতিরিক্ত ২০ টাকা চার্জ দিতে হবে। গত ২৩ মার্চ এ সিদ্ধান্ত নেওয়া হয়।



মন্তব্য চালু নেই