সড়ক অবরোধ, গাড়ি ভাংচুর

ঢাকার মিরপুরে চলন্ত গাড়ির ধাক্কায় শিক্ষার্থী নিহত

ঢাকার মিরপুরে চলন্ত গাড়ির ধাক্কায় শিক্ষার্থী নিহত হয়েছে। রোববার বিকালে দুর্ঘটনায় ওই ছাত্র আহত হওয়ার পর সড়কে কয়েকটি গাড়ি ভাংচুর করে ওই ছাত্রের সতীর্থরা। এতে মিরপুর সড়কে প্রায় এক ঘণ্টা গাড়ি চলাচল বন্ধ থাকে। সন্ধ্যায় স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই ছাত্রের মৃত্যুর পর পান্থপথে সড়কে নামলে ছাত্রদের লাঠিপেটা করে তুলে দেয় পুলিশ। নিহত শাহিন ফেরদৌস (২০) ডেফোডিল বিশ্ববিদ্যালয়ের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। ওই বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী রাকিব হাসান সুমন জানান, বিকাল ৫টায় রাস্তা পার হওয়ার সময় একটি মাইক্রোবাসের ধাক্কায় আহত হন শাহিন। শাহিনকে স্কয়ার হাসপাতালে নেয়ার পর সন্ধ্যায় তার মৃত্যু হয় বলে জানান ওই বিশ্ববিদ্যালয়ের আরেক ছাত্র আনোয়ারুল হক বাবু। প্রত্যক্ষদর্শীরা জানায়, দুর্ঘটনার পরপরই ডেফোডিল বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কয়েকটি গাড়ি ভাংচুর করে। তবে সড়কে কোনো গাড়ি ভাংচুর হয়নি বলে দাবি করেছেন শেরে বাংলা নগর থানার ওসি আবুল মোমেন।



মন্তব্য চালু নেই