ঢাকার নিলক্ষেতে দোকানিদের সাথে ঢাবি ছাত্রদের সংর্ঘষ

৬০ টাকা বেশি চাওয়া নিয়ে তর্কাতর্কি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সঙ্গে নীলক্ষেতের দোকানিদের সংর্ঘষ হয়েছে। অগ্নিসংযোগ হয়েছে বেশ কয়েকটি দোকান, ভাংচুর হয়েছে কয়েকটি গাড়ি।
 শনিবার বিকাল পৌনে ৬টা থেকে আধা ঘণ্টার এই সংঘর্ষে আহত হয়েছেন বেশ কয়েকজন, যার মধ্যে ১৫ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছাত্রদের সঙ্গে দোকানিদের এই মারামারি থামাতে পুলিশকে কাঁদুনে গ্যাসের সঙ্গে রবার বুলেটও ছুড়তে হয়। এই ধরনের সংঘর্ষ এড়াতে ব্যবসায়ীদের ভবিষ্যতে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এম আমজাদ আলী। ব্যবসায়ীরাও বলেছেন, তারা সতর্ক থাকবেন। ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন নীলক্ষেতে একসঙ্গে বইয়ের অনেকগুলো মার্কেট রয়েছে, তারই একটি শাহজালাল মার্কেটের সোনিয়া বুক হাউস নামে একটি দোকানে গোলমালের সূত্রপাত ঘটে। প্রত্যক্ষদর্শী, ছাত্র ও ব্যবসারীদের সঙ্গে কথা বলে জানা যায়, বিকালে জহুরুল হক হলের কয়েকজন ছাত্র সোনিয়া বুক হাউস থেকে কেনা বই ফেরত দিতে গেলে দোকানের কর্মচারীদের সঙ্গে প্রথমে তর্কাতর্কি এবং ধাওয়া-ধাওয়ি হয়। এরপর জহুরুল হক হল ও এফ রহমান হলের শতাধিক শিক্ষার্থী লাঠি, রড, হকিস্টিক নিয়ে নীলক্ষেত মোড়ের দিকে এগিয়ে গেলে দোকানকর্মীরা জোট বেঁধে তাদের দিকে ইট ছুড়তে থাকে।  তখন দুই পক্ষে সংঘর্ষ বাঁধে। এক পর্যায়ে কয়েকটি দোকানের লোকজন একত্রিত হয়ে নুর মোহাম্মদ নামে এক শিক্ষার্থীকে আটকে রাখে। এই খবর ক্যাম্পাসে গেলে হল থেকে ছাত্ররা নেমে আসে। ৬টা থেকে সাড়ে ৬টা পর্যন্ত এই সংঘর্ষ চলার সময় বেশ কয়েকটি বইয়ের দোকানে অগ্নিসংযোগ হয় এবং সড়কে কয়েকটি গাড়ি ভাংচুর হয়। পুলিশ কাঁদুনে গ্যাস ও রবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান ঢাকা মহানগর পুলিশের উপ কমিশনার মারুফ হোসেন। শাহবাগ থানার ওসি সিরাজুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রথমে বিশ্ববিদ্যালয়ের প্রবেশ মুখ বন্ধ করে দেয়। শিক্ষার্থী ও ব্যবসায়ীদের ছত্রভঙ্গ করতে বেশ কয়েক রাউন্ড কাঁদুনে গ্যাস ছোড়া হয়। সংঘর্ষে আহতদের মধ্যে ছাত্র ও দোকানকর্মীদের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফ রহমান হলের দুই কর্মচারীও রয়েছেন। ঢামেক পুলিশ ফাঁড়ির এসআই ফজলুর রহমান জানান, জখম নিয়ে ১৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। আহত  ছাত্ররা হলেন- সার্জেন্ট জহুরুল হক হলের ছাত্র সাব্বির হোসেন (সমাজবিজ্ঞান প্রথম বর্ষ), আবু সায়েম (বাংলা প্রথম বর্ষ), শাহাদৎ হোসেন (বাংলা প্রথম বর্ষ), আলিম (স্বাস্থ্য অর্থনীতি, প্রথম বর্ষ), নূর মোহাম্মদ (লোক প্রশাসন, প্রথম বর্ষ), ইসমাঈল (দ্বিতীয় বর্ষ), স্যার এফ রহমান হলের সোহান (ইংরেজি প্রথম বর্ষ), আশরাফুল (নাট্যকলা প্রথম বর্ষ), শিমুল (আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, দ্বিতীয় বর্ষ)। এফ রহমান হলের ক্যান্টিন ম্যানেজার বাবুল আক্তার ও কর্মচারী আবদুল করিম আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।  আহত বাকিদের পরিচয় পাওয়া যায়নি।


মন্তব্য চালু নেই